Breaking

Saturday, July 29, 2017

কোয়েলের রোগব্যাধি ও প্রতিকার

কোয়েলের রোগব্যাধি ও প্রতিকার
  • কোয়েল পালনের অন্যতম সুবিধা হল এরা মুরগী বা পোল্ট্রির তুলনায় রোগব্যাধিতে কম আক্রান্ত হয়৷ কিন্তু, তাই বলে যে রোগ একেবারে হয় না তা নয়৷ কোয়েলের রোগব্যাধি কম বলে এগুলোকে টিকা দিতে হয়না এবং কৃমির ঔষধও খাওয়ানোর প্রয়োজন পড়ে না৷
  • মুরগীর প্রায় সবগুলো সাধারণ রোগই কোয়েলকে আক্রান্ত করতে পারে৷ কোয়েল ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, মাইকোপ্লাজমা, পরজীবী, অপুষ্টি, ব্যবস্থাপনা ত্রুটি ও প্রজনন সংক্রান্ত ত্রুটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে৷ এখানে কোয়েলের কিছু গুরুত্বপূর্ণ রোগ, কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হল৷




সাধারণ রোগ সমূহ
  • ক্ষত সৃষ্টিকারী অস্ত্রপ্রদাহ
  • ক্লোমনালী প্রদাহ
  • অ্যাসপারজিলোসিস বা ব্রুডার নিউমোনিয়া
  • কলিসেপ্টিসেমিয়া
  • রক্ত আমাশয়
  • স্পর্শজনিত চর্মপ্রদাহ
  • মারেক্স রোগ
  • লিম্ফয়েড লিউকোসিস
  • কৃমির আক্রমণ
  • কার্ল টো প্যারালাইসিস
  • ঠোকরা-ঠুকরি বা ক্যানিবালিজম
  • ডিম আটকে যাওয়া৷

No comments:

Post a Comment

Adbox